পদ্মায় মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু

শরীয়তপুরে পদ্মায় মাছ ধরার সময় বজ্রপাতে মহি উদ্দিন (২৪), আল আমিন (৩২), এবং নয়ন আহমেদ (২৭) নামে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ে সাগর নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার ভোর ৪ টার দিকে পদ্মা নদীর আনন্দ বাজার পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলা উত্তর তারাবনিয়ার টুকু বেপারীকান্দির কাশেম পাঠানের ছেলে মহি উদ্দিন, ইউনিয়ন দেওয়ান কান্দির এলাকার হাকিম দেওয়ানের ছেলে আল আমিন এবং চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ।
স্থানীয়রা জানায়, ভোর রাতে নদীতে মাছ ধরতে যাওয়ার পর বজ্রপাতের কবলে পড়ে মাছ ধরার নৌকা। নৌকায় বজ্রপাত পড়তে দেখে আশেপাশের নৌকার জেলেরা এগিয়ে আসেন। এসময় নৌকায় থাকা তিনজনের মৃত্যু হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, রবিবার ভোর রাতে নদীতে মাছ ধরতে যান জেলেরা। হঠাৎ নদীতে বজ্রপাতের শুরু হয়। নদীতে থাকা জেলেরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় একটি নৌকায় বজ্রপাত হয়। নৌকায় থাকা চারজনের মধ্যে তিনজন মারা যান। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওবাইদুল হক বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১০অক্টোবর/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

ভাপসা গরমে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সংঘাত, সংঘর্ষে রণক্ষেত্র তারাকান্দা

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের নতুন কমিটি

হাতপাখার প্রার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ট্রাকচাপায় যুবক নিহত

লাখো মানুষের শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খানের দাফন সম্পন্ন

সাতক্ষীরায় ৫০ জন শিক্ষার্থী পেল বিদ্যানন্দের ‘শিক্ষা বৃত্তি’
