পদ্মায় মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১১:২৩| আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৩৩
অ- অ+

শরীয়তপুরে পদ্মায় মাছ ধরার সময় বজ্রপাতে মহি উদ্দিন (২৪), আল আমিন (৩২), এবং নয়ন আহমেদ (২৭) নামে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ে সাগর নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার ভোর ৪ টার দিকে পদ্মা নদীর আনন্দ বাজার পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলা উত্তর তারাবনিয়ার টুকু বেপারীকান্দির কাশেম পাঠানের ছেলে মহি উদ্দিন, ইউনিয়ন দেওয়ান কান্দির এলাকার হাকিম দেওয়ানের ছেলে আল আমিন এবং চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ।

স্থানীয়রা জানায়, ভোর রাতে নদীতে মাছ ধরতে যাওয়ার পর বজ্রপাতের কবলে পড়ে মাছ ধরার নৌকা। নৌকায় বজ্রপাত পড়তে দেখে আশেপাশের নৌকার জেলেরা এগিয়ে আসেন। এসময় নৌকায় থাকা তিনজনের মৃত্যু হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, রবিবার ভোর রাতে নদীতে মাছ ধরতে যান জেলেরা। হঠাৎ নদীতে বজ্রপাতের শুরু হয়। নদীতে থাকা জেলেরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় একটি নৌকায় বজ্রপাত হয়। নৌকায় থাকা চারজনের মধ্যে তিনজন মারা যান। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওবাইদুল হক বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অর্ধশত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ
সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত গোপালগঞ্জে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ
আজও ঢাকা বোর্ডের সামনে এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা