বঙ্গবন্ধুপুত্র শেখ রাসেলকে নিয়ে গান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ১২:৩৬
অ- অ+

জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ছোট্ট রাসেলকেও নির্মমভাবে হত্যা করা হয়। আগামী ১৮ অক্টোবর তার জন্মদিন। বিশেষ এ দিন উপলক্ষে শেখ রাসেলকে নিয়ে তৈরি হয়েছে গান ‘শেখ রাসেলের কান্না’।

এই গানটির কথা লিখেছেন আবু সায়েম চৌধুরী। সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক, গীতিকার ও সুরকার শফিক তুহিন। গানটিতে কণ্ঠ দিয়েছে সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরেরধারার শিশুশিল্পী তোকি আয়মান।

গানটি প্রসঙ্গে সুরকার শফিক তুহিন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শিশু শেখ রাসেলের মৃত্যু আজও বাংলার মানুষকে বেদনাহত করে। জন্মদিনে তার প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই গানটি করেছি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

গানটির শিল্পীর প্রশংসা করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গীতিকার-সুরকার আরও বলেন, ‘শিশুশিল্পী তোকি আয়মানের গায়কীতে আমি মুগ্ধ। শেখ রাসেলের ভয়াবহ হত্যাকাণ্ডের নৃশংসতা সে ভীষণ আবেগ দিয়ে তুলে ধরতে পেরেছে।’

ঢাকাটাইমস/১৩অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা