দাঁড়ানো ট্রাকে বাইকের ধাক্কা, প্রাণ হারালেন দুইজন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ০৯:৪৬
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। দুজনই বাইকের আরোহী।

শনিবার রাত সাড়ে আটটার দিকে শ্রীপুর-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের জয়নারায়ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্রীপুরের মালিপাড়া গ্রামের কাজল সরদার এবং ভিটিপাড়া গ্রামের আবুল কালাম।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, রাতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুইজন। ইকো কয়েল কারখানার সামনে পৌঁছার পর সড়কের ওপর দাড় করিয়ে রাখা একটি ট্রাককে পেছনে ধাক্কা দেয় বাইকটি। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বাইকের আরোহী কাজল। আহত হন আবুল কালাম। পরে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আবদুর রাজ্জাক।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা