টি-টোয়েন্টি বিশ্বকাপ
হ্যাজলউড-জাম্পা তোপে চাপে প্রোটিয়ারা

প্রথম ওভারে দুটি বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন টেন্ডা বাভুমা। কিন্তু প্রোটিয়া অধিনায়ককে ফিরতে হয় পরের ওভারেই। ১৩ রানে প্রথম উইকেট হারানো প্রোটিয়া শিবিরে পরের ধাক্কাটি দেয় জশ হ্যাজলউড। অজি পেসারের তোপে পরের ১০ রান যোগ করতেই হারিয়ে বসে ২ উইকেট।
দুবাইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে দুর্দান্ত করছেন অস্ট্রেলিয়া। ম্যাচের পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলতে পারে মাত্র ২৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৩.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮০ রান। ক্রিজে আছেন এইডেন মার্করাম (২৯) ও ডুয়াইন প্রিটোরিয়াস (০)।
অজিদের হয়ে নিজের প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ককে ফিরিয়ে দেন ম্যাক্সওয়েল। তার নিচু হয়ে আসা বলের লাইন মিস করে সরাসরি বোল্ড হয়ে যান বাভুমা। পরে ২.৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। কুইন্টন ডি কক (৭) ও ভান ডার দ্য ডুসেন (২)। চতুর্থ উইকেট হিসেবে প্যাট কামিন্সের বলে স্মিথকে ক্যাচ দিয়ে ফিরেন ক্লাসেন (১৩)। ডেভিড মিলারকে (১৬) ফেরায় অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের সঙ্গে হেড টু হেড রেকর্ডে অজিরা অনেক এগিয়ে রয়েছে। ২২ ম্যাচের মুখোমুখি দেখায় ১৩টি জিতেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকানদের জয় ৮টি। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
তবে বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। সেবার ৮ উইকেটে ম্যাচটি জিতেছিল অস্ট্রেলিয়া। এদিন গ্রুপ ‘এ’ অন্য ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এইচএন)

মন্তব্য করুন