বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ

পনের মিনিট আগে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১৮:৩৫
অ- অ+

পাকিস্তানের বোলারদের স্বস্তির সকালের পর গলার কাঁটা হয়েছিলেন মুশফিক-লিটনের জুটি। তাদের দুইশ ছাড়ানো অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিনটা ভালো অবস্থানে থেকেই শেষ করেছে বাংলাদেশ। তবে চট্টগ্রামে এদিন খেলা পাঁচ ওভার থাকতেই দিন স্টাম্পড করেন মাঠে দায়িত্বরত আম্পায়ার।

বর্তমানে শীতকাল হওয়ায় একটু আগে ভাগেই সূর্য অস্ত যায়। মূলত জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের শেষের দিকে আলোর ঘাটতি দেখা দিয়েছিল। লিটন-মুশফিকদের ব্যাটিং করতে তখন মাঠে ফ্লাডলাইটের আলোও প্রযোজন হচ্ছিল। তাই আম্পায়ার প্রথম দিনের খেলা পাঁচ ওভার থাকতেই সমাপ্ত ঘোষণা করেছেন। সেটি পুষিয়ে নিতে আগামীকাল সকাল ১০টার পরিবর্তে খেলা শুরুর সময় ৯.৪৫মিনিটে নির্ধারণ করা হয়েছে।

পাঁচ দিনের টেস্টের শুরুর দিনে পেস-স্পিনিং জুটিতে দুর্দান্ত বোলিং করে পাকিস্তান। বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রথম চার ব্যাটসম্যানও তাদের পাতানো ফাঁদে পা দেন। দলীয় অর্ধশতকের আগেই স্বাগতিকরা হারিয়ে ফেলে তাদের টপ অর্ডারের চার উইকেট। তবে চাপের মুখে লিটন-মুশফিক দুর্দান্ত জুটি গড়ে উল্টো চাপে ফেলে দেয় সফরকারীদের। বাংলাদেশ দিনটাও শেষ করেছে দারুণ মোমেন্টাম রেখে। ৫ ওভার খেলা কম হওয়ায় ৮৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল টাইগাররা। ৪ উইকেট হারিয়ে প্রথম দিন সংগ্রহ করেছে ২৫৩ রান।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা