খালেদা জিয়ার ডাক্তাররা বিএনপির শেখানো বক্তব্য দিয়েছেন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ১৯:১৪
অ- অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডাক্তাররা বিএনপির শিখিয়ে দেওয়া বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যমূলক।

সোমবার সচিবালয়ে ক্যাবল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘গত কালকে আমি টেলিভিশনে দেখেছি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছেন। ড্যাবের দপ্তর সম্পাদক ফখরুজ্জামান স্বাক্ষরিত আরেকটি বিবৃতি ছিল। আরেকজন ডাক্তার সংবাদ সম্মেলন করেছেন। এরা সবাই বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং ড্যাবের শীর্ষস্থানীয় নেতা।

তিনি আরও বলেন, ‘ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন, শুধুমাত্র ইউকে, জার্মানিতে আর ইউএসএতে চিকিৎসা আছে উনি ক্যাটাগরিক্যালি বলেছেন। ভারতে তো (চিকিৎসা) নেইই, সিঙ্গাপুর, ব্যাংককেও নেই। অথচ এখন ইউরোপের অনেক মানুষ সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসেন। আমেরিকার অনেকেও সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসেন। সারা দুনিয়া থেকে ব্যাংককেও অনেক মানুষ চিকিৎসা করতে আসেন। শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে। পাশের দেশ জার্মানিতে আর ইউএসএতে চিকিৎসা আছে?

মন্ত্রী বলেন, চিকিৎসকদের কথার মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, কালকে তারা যে বক্তব্য দিয়েছেন সেগুলো বিএনপির শেখানো বক্তব্য। তাদের বক্তব্য যতটা না ডাক্তার হিসেবে, তার চেয়ে বেশি রাজনৈতিক। রাজনৈতিক উদ্দেশে বিএনপি যে বক্তব্য শিখিয়ে দিয়েছে সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন।’

যেসব ডাক্তার বিবৃতি দিয়েছেন এবং সংবাদ সম্মেলন করেছেন তাদের বেশিরভাগই বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে জড়িত উল্যেখ করে তিনি আরও বলেন, এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা বিএনপি নেতাদের কাছ থেকে তারা ডাক্তারদের মধ্যেও নিয়ে গেছেন, গতকালের বক্তব্যের মধ্য দিয়ে এটিও প্রমাণিত হয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/কেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা