নূরানী শিক্ষাপদ্ধতির প্রবর্তকের ওপর স্মারকগ্রন্থ প্রকাশিত

কাউসার লাবীব
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৩৮

শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. একটি আলোকিত ও আলোচিত নাম। কুরআনে কারিমের প্রবাদপ্রতীম খাদেম। উপমহাদেশের শিশুশিক্ষার বিস্তার ও উন্নয়নের বিপ্লবী সাধক। নূরানী শিক্ষাপদ্ধতির প্রবর্তক। যুগের মুজাদ্দিদ বা সফল উদ্ভাবক। বরেণ্য এই আলেমে দীনের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর প্রকাশিত হয়েছে একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ।

৬৫৬ পৃষ্ঠা কলেবরের স্মারকগ্রন্থটিতে স্থান পেয়েছে দেড় শতাধিক লেখা। লেখকদের মধ্যে আছেন গবেষক, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, আলেম, সমাজকর্মী, রাজনীতিবিদ, পীর-মাশায়েখ ও সমাজসেবক। শাইখুল কুরআনের জীবনের প্রায় সবগুলো অধ্যায় উঠে এসেছে তাদের বৈচিত্র্যধর্মী লেখায়।

স্মারকগ্রন্থটির শুরুতে ‘জীবন নদীর স্রোতধারা’ শিরোনামে রয়েছে শাইখুল কুরআনের একটি সংক্ষিপ্ত জীবনী। এরপর রয়েছে তাঁর মূল্যবান ও সমৃদ্ধ একটি আত্মজৈবনিক সাক্ষাৎকার, যেখানে তিনি নিজের ভাষায় তুলে ধরেছেন জীবন ও সংগ্রামের কথা। বরেণ্যদের মূল্যায়ন অধ্যায়ে স্থান পেয়েছে দেশের শীর্ষ আলেম ও সর্বজন মান্য ব্যক্তিবর্গের লেখা। স্মরণে-বরণে অধ্যায়ে শতাধিক ব্যক্তির স্মৃতি, মূল্যায়ন ও বিশ্লেষণধর্মী লেখা স্থান পেয়েছে। স্বজন সমাবেশে লিখেছেন শায়খুল কুরআনের পরিবারের সদস্যরা। আর আঙ্গিনা অধ্যায়ে রয়েছে নূরানী পরিবারের সদস্যদের স্মৃতি ও মূল্যায়ন। পরিশিষ্টে আছে শায়খুল কুরআনের বয়ানসহ কিছু আনুসঙ্গিক বিষয়।

অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে এবং নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে প্রকাশিত স্মারকগ্রন্থটির পৃষ্ঠপোষকতায় ছিলেন মাওলানা মুহাম্মদ মাসীহুল্লাহ মাদানী। ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

প্রামাণ্য এই স্মারকগ্রন্থটির প্রধান সম্পাদক লেখক, সাংবাদিক জহির উদ্দিন বাবর। আর সম্পাদকের দায়িত্ব পালন করেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। বেশ কয়েকজন উদ্যমী তরুণ লেখক স্মারকগ্রন্থটির কাজে সহযোগিতা করেন।

আগামী ৩০ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণিল অনুষ্ঠানের। তবে ইতিমধ্যে গ্রন্থটি পাওয়া যাচ্ছে সারাদেশে। ঝকঝকে প্রচ্ছদ ও বক্সে মোড়ানো বোর্ড বাঁধাই বইটির শুভেচ্ছা মূল্য ৮০০ টাকা। খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

রাজধানীর মোহাম্মদপুর নূরানী তালিমুল কুরআন বোর্ডের অফিস, বায়তুল মোকাররম বই মার্কেট, বাংলাবাজার ইসলামী টাওয়ারসহ দেশের বিভিন্ন এলাকায় অভিজাত বই বিপণিবিতানে পাওয়া যাবে স্মারকগ্রন্থটি। এছাড়া অনলাইনে রকমারি ডটকম ও ওয়াফি লাইফ থেকেও সংগ্রহের সুযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :