করোনায় আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলী হাসপাতালে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২১, ১০:৩৫| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১:১৭
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। করোনা ধরা পড়ার পর তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দৈনিক আনন্দবাজারের।

খবরে বলা হয়েছে, সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। দ্বিতীয়বারের মতো পরীক্ষা করানো হলে সেই রিপোর্টও পজিটিভ আসে। তবে তার স্ত্রী ডোনা এবং কন্যা সানাকের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনার রিপোর্ট পজিটিভ আসার পর রাতেই সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে হবে তা এখনও জানা যায়নি। চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাড়িতে থেকেই চিকিৎসা নিতে চাইছেন সৌরভ।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। শ্যুটিং করেছেন তাঁর টেলিভিশন শোয়েরও।

ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন: নাহিদ ইসলাম
বিএইচবিএফসি'র প্রথম পুরস্কার অর্জন 
কুমিল্লায় মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা