ধারে অ্যাস্টন ভিলায় কুতিনহো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২২, ১৬:৩৯
অ- অ+

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অ্যাস্টন ভিলায় যাচ্ছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ফিলিপে কুতিনহো। অবশেষে সেটাই সত্যি হলো। ধারে ইংলিশ ক্লাবটিতে যোগ দিলেন সময়ের আলোচিত এই তারকা ফুটবলার। এদিকে নিউক্যাসলে যোগ দিয়েছেন ট্রিপিয়ার।

নতুন বছর শুরু হতে না হতেই পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াতে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের নামি-দামি ক্লাবগুলো। এরই ধারাবাহিকতায় কুতিনহোকে দলে ভেড়াল অ্যাস্টন ভিলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুতিনহোকে ধারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

অ্যাস্টন ভিলার অফিসিয়াল ফেসবুক পেইজে লেখা আছে, ‘স্বাগতম, ফিলিপে কুতিনহো। অ্যাস্টন ভিলা ও বার্সেলোনা এই ব্যাপারে সম্মত হয়েছে যে চলতি মৌসুমের বাকি সময়টা ভিলা পার্কে কাটাবেন তিনি।’

এদিকে মাসের প্রথম বড় ট্র্যান্সফার হিসেবে আতলেতিকো মাদ্রিদ থেকে নিউকাসল ইউনাইটেডে যোগ দিচ্ছেন কিরেন ট্রিপিয়ার।

৩১ বছর বয়সী এ ইংলিশ ডিফেন্ডারকে নিতে নিউকাসলকে খরচ করতে হচ্ছে প্রায় ১৫ মিলিয়ন ইউরো। সৌদি সরকারের প্রতিষ্ঠান পিআইএফ নিউকাসল কিনে নেয়ার পর এটিই ইংলিশ ক্লাবটির প্রথম বড় কোনো সাইনিং।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা