নরসিংদীতে বিয়ের ২১ দিন পর গৃহবধূর ঝুলন্ত লাশ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২২, ১৯:২৭
অ- অ+

নরসিংদীর মনোহরদীতে বিয়ের ২১ দিনের মাথায় নাজমুন্নাহার নিপা (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে নিপার লাশ উদ্ধার করা হয়।

নিহত নিপা পাশের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের মো. নূরুল ইসলামের মেয়ে। গত ১৭ ডিসেম্বর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামের তাজুল ইসলাম মানিকের ছেলে মো. মাহবুবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।

নববধূ নিপার স্বামীর বাড়ির লোকজন জানায়, সকাল ১০টার দিকে নিপার দেবর হাবিবুর রহমান নাস্তা খাওয়ার জন্য ডাকতে থাকেন। অনেকক্ষণ ডাকাডাকির পরও ঘরের ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জানালা দিয়ে দেখা যায় নিপা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে।

মনোহরদী থানার ওসি মো. আনিচুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার স্বামীর বাড়ি ও বাবার বাড়ি থেকে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা