করোনার কবলে এবার প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২২, ০৯:৪৫| আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৮:০১
অ- অ+

বলিউড এবং টলিউডে করোনাভাইরাস ব্যাপকভাবে হানা দিয়েছে। এই দুই ইন্ডাস্ট্রির অন্তত তিন ডজন তারকা গত কয়েক দিনে কোভিডে আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় নাম উঠল টলিউড কিংবদন্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। যিনি বাংলা ছবির ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে পরিচিত।

বুধবার এই অভিনেতা কোভিডের রিপোর্ট হাতে পান। জানতে পারেন তিনি মহামারি ভাইরাসে আক্রান্ত। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ খবর নিজেই শেয়ার করেন প্রসেনজিৎ।

বুধবার রাতে কোভিড আক্রান্ত হওয়ার কথা টুইটারে জানিয়ে প্রসেনজিৎ লেখেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমি করোনায় আক্রান্ত। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’

এছাড়া একই দিন সকালে করোনা আক্রান্ত হওয়ার খবর দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি জানান, ‘শুনছিলাম এবারও যাদের করোনা হচ্ছে না তারা নাকি যমের অরুচি। যাক আমি অরুচি লিস্টে নেই।’

এভাবে বেশ মজার ছলেই অনুরাগীদের নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন নায়িকা।

একই রোগে আক্রান্ত হয়েছেন টলিপাড়ার আরও এক শিল্পী, রূপম ইসলাম। তার স্ত্রী এবং ছেলেও কোভিড পজিটিভ। মঙ্গলবার সকালে করোনা পরীক্ষা করান তারা। রাতে তাদের রিপোর্ট হাতে পাওয়ার পর দেখেন, সবাই পজিটিভ।

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা