ছাত্র লাঞ্ছনার ঘটনায় জাবিতে দুই ছাত্রী বহিষ্কার

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ১৪:০৫| আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪:০৯
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রী কর্তৃক এক ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত ছাত্রী সুমাইয়া বিনতে ইকরামকে এক বছর ও তার সহযোগী আনিকা তাবাসসুম মিমকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রাতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিন্ডিকেট সভার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বডির মিটিংয়ে অভিযুক্তদের বহিষ্কারের সুপারিশ করা হয় যা পরবর্তীতে সিন্ডিকেট সভায় পাস হয়।

সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী বলেন, লাঞ্ছনার দায়ে অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরামকে এক বছর এবং আনিকা তাবাসসুম মিমকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। উক্ত সময়ের মধ্যে তারা কোনো পরীক্ষা দিতে পারবে না এবং কোনো প্রকার সুবিধাদি গ্রহণ করতে পারবে না।

উল্লেখ্য, বহিষ্কৃত সুমাইয়া বিনতে ইকরাম ও আনিকা তাবাসসুম মিম দুজনেই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চূড়ান্ত বর্ষের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা