ছাত্র লাঞ্ছনার ঘটনায় জাবিতে দুই ছাত্রী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রী কর্তৃক এক ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত ছাত্রী সুমাইয়া বিনতে ইকরামকে এক বছর ও তার সহযোগী আনিকা তাবাসসুম মিমকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিন্ডিকেট সভার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বডির মিটিংয়ে অভিযুক্তদের বহিষ্কারের সুপারিশ করা হয় যা পরবর্তীতে সিন্ডিকেট সভায় পাস হয়।
সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী বলেন, লাঞ্ছনার দায়ে অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরামকে এক বছর এবং আনিকা তাবাসসুম মিমকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। উক্ত সময়ের মধ্যে তারা কোনো পরীক্ষা দিতে পারবে না এবং কোনো প্রকার সুবিধাদি গ্রহণ করতে পারবে না।
উল্লেখ্য, বহিষ্কৃত সুমাইয়া বিনতে ইকরাম ও আনিকা তাবাসসুম মিম দুজনেই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চূড়ান্ত বর্ষের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএ)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাবি: ছিনতাই থামছে না, দায় কার?

ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাড়ে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে শিক্ষায়

এবারও প্রাথমিকে ‘স্কুল ফিডিং কার্যক্রম’ অব্যাহত থাকছে

ইবিতে বিবস্ত্র করে ছাত্রী নির্যাতন: আত্মপক্ষ সমর্থনে সুযোগ পেলেন অভিযুক্তরা

ঢাবিতে আলেকজান্ডার পুশকিনের জন্মবার্ষিকী পালিত

চবিতে হোটেলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের সংঘর্ষ, প্রক্টর পুলিশসহ আহত ৮

মায়ের অনুপ্রেরণায় ঢাবি শিক্ষক হলেন মাসুদ রানা
