টিকা নেওয়া সত্ত্বেও করোনায় আক্রান্ত ডেনমার্কের রানী ও স্পেনের রাজা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৯| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৬
অ- অ+

দুই ডোজ টিকা নেওয়া সত্ত্বেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গারেট এবং স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার দুই দেশের রাজপ্রাসাদ থেকে পৃথক বিবৃতি দিয়ে রাজা ও রানীর করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করা হয়। বর্তমানে তারা রাজপ্রাসাদের ভেতরেই আইসোলেশনে আছেন।

সম্প্রতি, ৮১ বছর বয়সী ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গারেট রাজসিংহাসনে আরোহণের ৫০ বছর উদযাপন করেছেন। এই উপলক্ষে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি সরকারের সাথেও সাক্ষাৎ করেন এবং সংসদ ভবনে এক সংবর্ধনায়ও অংশ নেন।

বুধবার অবকাশের উদ্দেশ্যে নরওয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় রাণীর করোনা শনাক্ত হওয়ায় তা বাতিল করা হয়।

গত বছরের নভেম্বর মাসে রানী করোনার বোস্টার ডোজ নিয়েছিলেন।

অন্যদিকে, ৫৪ বছর বয়সী স্পেনের রাজার করোনা শনাক্ত হয় বুধবার। দেশটির জাতীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী সাত দিন কোয়ারেন্টিনে থাকবেন তিনি।

গত বছরের মে মাসে রাজা করোনার টিকা গ্রহণ করেন।

উভয়ের শারীরিক অবস্থাই আশক্সক্ষামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্পেনে ১২ বছরের বেশি ৯০ ভাগ মানুষ করোনা ভাইরাসের দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। সম্প্রতি, দেশটিতে করোনা ভাইরাসের নতুন সংক্রমণ অমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন করে বিধি-নিষেধ জারি করেছে সরকার।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা