সাতক্ষীরায় ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৯
অ- অ+

সাতক্ষীরার সুলতানপুরের বৃহত্তম পাইকারি বাজার বড়বাজারে তুচ্ছ ঘটনায় মুদি ব্যবসায়ী ও কাঁচামাল ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। রবিবার সকালে এঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি সমাবেশ করে। এতে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকে বৃহত্তম এই পাইকারি বাজার। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, সকালে ভ্যানে করে কাঁচামাল নিয়ে প্রদীপ নামে একজন ব্যবসায়ী বড়বাজারে আসেন। ভ্যান বাজারের মধ্যে ঢুকানোর কারণে মুদি ব্যবসায়ী আব্দুর রউফের ছেলে ফারুক হোসেন প্রদীপকে মারপিট করে। পরে মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এতে তিনজন আহত হন। পরে এ ঘটনার বিচার না পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

কাঁচামাল ব্যাবসায়ীদের নেতা কামরুজ্জামান মুকুল অভিযোগ করেন, মুদি ব্যবসায়ীরা সবসময় তাদের মারপিট করে। এজন্য তারা রবিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট দিতে বাধ্য হয়েছিলেন। তবে সদর থানা পুলিশের আহবানে থানায় বসে বিষয়টি নিস্পত্তি করা হয়।

তবে মুদি ব্যবসায়ী আব্দুর রউফ জানান, কাঁচামালের ভ্যানের কারণে আমাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর জানান, দুই পক্ষকে থানায় ডেকে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস
ভ্রাম্যমাণ আদালতে বিচার কার মাধ্যমে হবে তার সুরাহা কেন জরুরি 
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা