ফাইনালে কখনও হারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) সফল দলগুলোর মধ্যে একটি হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত সাতটি আসরেরর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঞ্চাইজিটি। আর কুমিল্লার সমর্থকদের জন্য ভালো খবর হচ্ছে তাদের প্রিয় দলটি বিপিএলের ফাইনালে কখনও হারেনি।
বিপিএলে ২০১৫ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা নির্ধারণী ম্যাচে সেবার বরিশাল বুলসের মুখামুখি করে ফ্রাঞ্চাইজিটি। ওই ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৫৬ রান করে বরিশাল। জবাবে খেলতে নেমে ৩ উইকেটের জয় নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা।
এরপর দ্বিতীয়বারের মতো ফাইনালে ২০১৯ সালে। সেবার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল সেবারের শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৯৯ রান তুলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রান তাড়া করতে নেমে ১৮৩ রানে থামে ঢাকা। ফলে ১৭ রানের জয় নিয়ে দ্বিতীয় শিরোপা নিশ্চিত হয় কুমিল্লা।
ইমরুল কায়েসের হাত ধরে এবার তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে ফ্রাঞ্চাইজিটি। তাই তৃতীয় শিরোপায় চোখ রেখেছে কুমিল্লা।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

কিংসলের স্বপ্নপূরণের ম্যাচে বাংলাদেশের জয়

বায়ার্নের নতুন কোচ থমাস টুখেল

বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

লুকাকুর হ্যাটট্রিকে সুইডেনকে হারিয়েছে বেলজিয়াম

এমবাপ্পের নেতৃত্বে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল ফ্রান্স

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল আফগানিস্তান

ফিফা প্রীতি ম্যাচ: বিকালে সিশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ দল

শাইন পুকুরকে হারিয়ে টানা চতুর্থ জয় মাশরাফির রূপগঞ্জের

তামিমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল প্রাইম ব্যাংক
