মমেকে চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

খোদ শিক্ষকের বিরুদ্ধে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ৫৩ ব্যাচের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম প্রফেসর ডা. আবুল কালাম আজাদ। তিনি মমেক হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান। শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত শিক্ষার্থীদের কু-প্রস্তাব দিয়ে আসছেন ওই চিকিৎসক। ওনার কারণে এরই মধ্যে কলেজ ছেড়ে চলে গেছেন অনেকে।
এ ঘটনায় ওই শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রায় ঘণ্টাব্যাপী করেছেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এ সময় তারা বলেন, প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ নিয়মিত শিক্ষার্থীদের কু-প্রস্তাব দিয়ে আসছেন। এই চিকিৎসকের কারণে আমাদের এক বড় আপু কলেজ ছেড়ে চলে গেছেন। আমরা এ ঘটনায় প্রশাসনের কাছে তদন্তের পাশাপাশি বিচার দাবি করছি।
শিক্ষার্থীরা আরো বলেন, একজন শিক্ষকেই যদি এমন আচরণ করেন তাহলে আমরা কোথায় যাবো। আমরা এমন শিক্ষক চাই না।
প্রফেসর ডা. আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন । তিনি দাবি করে বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কিন্তু কেন বা কি কারণে তারা আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছে তা আমার জানা নেই।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, আমি ঘটনা শুনেছি। তবে আজ আমি কলেজে নেই। অভিযোগটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমান হলে ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরায় ভগ্নিপতির দেওয়া আগুনে ঝলসে যাওয়া শ্যালকের মৃত্যু

ফেনী নদীতে মাছ ধরা বন্ধ, সরকারি সহায়তা পাননি জেলেরা

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের দুরবস্থা

নগরকান্দায় ঘরের মেঝেতে গৃহবধূর লাশ, স্বজনদের দাবি হত্যা

গোপালগঞ্জে সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের দুরবস্থা

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার পর পলাতক স্বামী গ্রেপ্তার

পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
