নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫১
অ- অ+

নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিন দিন পর কবির হোসেন (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টায় ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার একটি ভবনের পেছন থেকে ওই নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কবির হোসেন ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ড্রেন নির্মাণশ্রমিকের কাজ করত।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত মঙ্গলবার সকালে কবির হোসেন কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তার কোন খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সকালে তার স্ত্রী শ্যামলী পলাশ থানায় নিখোঁজের জিডি করে।

এদিকে জিডির ৩ ঘণ্টা পর দুপুর ১টায় বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার ভবনের পাশে একটি পরিত্যক্ত ঝোপে কবির হোসেনের লাশ পড়ে থাকতে দেখে নিরাপত্তাকর্মীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, কবির হোসেনের একটি হাত ভাঙা পাওয়া যায় এবং তার শরীরে আর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, সকালে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে কাঁচা আম খাওয়ার স্বাস্থ্যগুণ জানলে চমকে উঠবেন
মধ্যরাত থেকে গাজায় তীব্রতর হামলা, নিহত ৫১
রাজধানী ঢাকায় কোথায় কোথায় কোরবানির পশুর হাট বসবে, জেনে নিন
বাংলাদেশের শিক্ষাখাত: অতীত-বর্তমান ও ভবিষ্যত ভাবনায় বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা