বইমেলায় শাম্মী তুলতুলের নতুন পাঁচ বই

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ মার্চ ২০২২, ২০:২০
অ- অ+

‘অমর একুশে বইমেলা ২০২২’-এ প্রকাশিত হয়েছে তরুণ লেখিকা শাম্মী তুলতুলের নতুন পাঁচটি বই। এর মধ্যে চারটি উপন্যাস এবং একটি শিশু-কিশোরদের কাব্যগ্রন্থ। বইগুলোর নাম- মুক্তিযুদ্ধের উপন্যাস ‘চোরাবালির বাসিন্দা’, বাল্যবিবাহের গল্প নিয়ে উপন্যাস ‘পদ্মবু’, ঐতিহাসিক ঘটনা নিয়ে উপন্যাস ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’, মরণব্যাধি এইচআইভি নিয়ে স্যাড-রোমান্টিক প্রেমের উপন্যাস ‘মনজুয়াড়ি’।

পাশাপাশি শিশু-কিশোরদের জন্য শাম্মী তুলতুল লিখেছেন শিক্ষা ও অনুপ্রেরণামূলক গল্পের বই ‘চাঁদে বেড়ানোর পাসপোর্ট’। বইগুলো এবারের মেলায় এনেছে খ্যাতিমান প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশনী। প্যাভিলিয়ন নং- ২৫। প্রতিটি বইয়ের মূল্য ১৫০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

শাম্মী তুলতুলের জন্ম ও বেড়ে উঠা চট্টগ্রামে। ইতিমধ্যে তিনি চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় লেখালেখি করে দুর্দান্ত রেকর্ড গড়েছেন। ভারত-বাংলাদেশ দুই বাংলার জনপ্রিয় লেখিকা তিনি। অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারসহ নানা সম্মাননা।

শাম্মীর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টি। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি কলকাতার আন্তর্জাতিক বইমেলা ২০২২-এ প্রকাশিত হতে যাচ্ছে তার ১৬তম গল্পের বই ‘নরকে আলিঙ্গন’। তিনি বলেন, ‘কলকাতায় এবার বইমেলার থিম হবে স্বাধীনতার ৫০ বছর পূর্তির। তাই আমার আনন্দ শতগুণ।’

সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও অভিজাত একটি পরিবারে শাম্মী তুলতুলের জন্ম। তাই লেখালেখি তার রক্তে, মুক্তিযুদ্ধ তার চেতনায়।

ইতিমধ্যে শাম্মীর লেখা চোরাবালির বাসিন্দা, পদ্মবু, মনজুয়াড়ি, একজন কুদ্দুস ও কবি নজরুল, ভূত যখন বিজ্ঞানী, ছোটোদের বই নানটুঁ ঝান্টূর বক্স রহস্য,গণিত মামার চামচ রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ, কচ্ছপ রাজার রাজপ্রাসাদ, টুনটুনির পাখিস্কুল নামের বইগুলো প্রকাশ হয়েছে। যা পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছে।

ঢাকাটাইমস/১ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা