নরসিংদীতে রাজমিস্ত্রির গলা কাটা লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২২, ১৫:২৭| আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৬:০০
অ- অ+

নরসিংদীতে গলাকাটা অবস্থায় দুলাল মিয়া (৩৯) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার নজরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল মিয়া সদর উপজেলার নজরপুর গ্রামের আবুল হাশেম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানায়, সকালে নজরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পেছনে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়দের খবরে দুলাল মিয়ার পরিবারের সদস্যরা এসে মরদেহটি দুলাল মিয়ার বলে শনাক্ত করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে, দুলাল কখন থেকে নিখোঁজ ছিলো সেই তথ্য জানা যায়নি।

নরসিংদী মডেল থানার এসআই নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নূর হোসেন জানান, সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয়ও মিলেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৮মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
কোরবানির পশুর হাট সড়কে বসানো যাবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা