উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড পেলেন নারী উদ্যোক্তা কাশফিয়া

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ মার্চ ২০২২, ১২:২৩
অ- অ+

নারী দিবস উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ‘বাংলাদেশ উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো’ অনুষ্ঠানে সম্মাননা পেলেন নারী উদ্যোক্তা এবং চিকিৎসক কাশফিয়া আমিনা। গুণী অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

কাশফিয়া আমিনা ঢাকা টাইমসকে বলেন, ‘যেকোনো পুরস্কারই আনন্দের। নারী উদ্দোক্তা হিসেবে পুরস্কার পাওয়াটা আমার জন্য একটি গর্বের বিষয়। দিলারা জামানের মতো একজন খ্যাতিমান তারকা অভিনেত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করে আমি আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘এই পুরস্কার প্রাপ্তি আগামী দিনগুলোতে আমার কাজের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। একজন নারী উদ্যোক্তা কতটা কষ্ট করেন, তা কেবল নারীরাই বলতে পারবেন। সংসারের সকল ঝামেলা সামাল দিয়ে সমানতালে ব্যবসার দিকটিও দেখতে হয়। আমার সঙ্গে যারা সংবর্ধনা পেয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।’

বর্তমানে যে সব নারী সফল উদ্যোক্তা হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কাশফিয়া আমিনা তাদের অন্যতম। পেশায় ডাক্তার হয়েও খুব অল্প সময়ের মধ্যে আজ তিনি একজন সফল উদ্যোক্তা। নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন কাশফিয়া। তিনি ‘সমাজসেবী জুয়েলারি ডিজাইনার’ এবং ‘কে ড্রব’ নামে দুটি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী।

ঢাকাটাইমস/১১ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা