‘অবাধ্য’ ইমরানকে শায়েস্তা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র: দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২২, ১৫:৩১
অ- অ+

ইউক্রেনে সামরিক অভিযানের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে যেকোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে ছিল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের পক্ষ থেকে বারবার নিন্দা জানানোর আহ্বান করা হলেও তাতে কর্ণপাত করেননি প্রধানমন্ত্রী ইমরান খান। উল্টো, রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ইমরানের ‘অবাধ্য’ আচরণকে শায়েস্তা করতেই মূলত অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে রাশিয়া। এ ছাড়া, একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের চেষ্টায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া।

মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে অনাস্থা প্রস্তাব ইস্যুতে নিজ দেশের প্রতিক্রিয়া জানায়।

মারিয়া জাখারোভা বলেন,‘চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৩-২৪ তারিখ রাষ্ট্রীয় সফরের ঘোষণা দেয় ইমরান। তারপরই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা এ সফর বাতিল করার জন্য ইমরানের ওপর চাপ প্রয়োগ করেন। মস্কো সফরের সময়ও মার্কিন জ্যেষ্ঠ কূটনীতিক ডেভিড লু ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেন ও সফর স্থগিতের দাবি করেন। কিন্তু তাতে কর্ণপাত করেননি ইমরান।

গত রবিবার (৩ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সংবিধানের ৫ নং অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

অনাস্থা প্রস্তাব ইস্যুতে মারিয়া বলেন,‘অনাস্থা প্রস্তাব ইস্যুতে এটি স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র ‘অবাধ্য’ ইমরানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব তোলা হলে ক্ষমতাসীন জোট ভেঙে কয়েকটি দল বিরোধী দলগুলোর সঙ্গে হাত মেলায়।

‘‘একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের স্বার্থের জন্য এ ধরণের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের আরেকটি নগ্ন হস্তক্ষেপের চেষ্টা।’’

গত সোমবার মার্কিন জ্যেষ্ঠ কূটনীতিক ডোনাল্ড লু ক্ষমতাসীন সরকারেকে উৎখাতের প্রধান ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করেছিলেন ইমরান খান। জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব তোলার পর থেকেই ইমরান বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করে আসছিলেন। শুরুতে কোনো দেশের নাম উল্লেখ না করলেও পরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ষড়যন্ত্রকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেছিলেন।

তারপর ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে ইমরান বলেন, তাদের সরকার পতনের লক্ষ্যে যে বিদেশি ষড়যন্ত্র হয়েছিল, তাতে জড়িত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

শুরুতে ইউক্রেনে সামরিক অভিযান ইস্যুতে পাকিস্তানের শীর্ষ কোনো নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদে তোলার আগের দিন দেশটির সেনাপ্রধান রাশিয়ার কড়া সমালোচনা করেন। এবং অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। যদিও ইমরান খান সরাসরি ইউক্রেনে রুশ অভিযানের কোনো সমালোচনা করেননি।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদারীপুরে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০
সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
রংপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা