সরাইলে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টির কারণে কয়েকটি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড এবং ১০ জন আহত হয়েছেন। এলাকার গাছপালা উপড়ে গেছে ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
বরিবার দিবাগত রাত ৩টায় উপজেলার কয়েকটি ইউনিয়নে কাল বৈশাখী ঝড় আঘাত আনে। সাথে প্রচণ্ড শীলাবৃষ্টির কারণে ধানক্ষেতের ধান ঝরে পড়েছে এবং ধানের ছাড়া মাটিতে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার শাহজাদাপুর, অরুয়াইল, পাকশিমুল, চুন্টা ও পানিশ্বর ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টির আঘাতে ফসলি জমিসহ অর্ধ শতাধিক টিনের ঘর ভেঙ্গে গেছে।
এ বিষয়ে শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান আসমা বেগম বলেন, গতরাতে কালবৈশাখী ঝড় ও প্রচণ্ড শীলাবৃষ্টির কারণে প্রায় ৫০টির বেশি টিনের ঘর ভেঙ্গে গেছে এবং কয়েকটি ঘরের চাল উড়িয়ে কোথায় নিয়ে গেছে তার সন্ধান পাওয়া যায়নি। পাকশিমুল ইউনিয়নের বাসিন্দা আসকর আলী বলেন, জয়কান্দি করিমপুর গ্রামের প্রায় ১০টি ঘর, গাছপালা ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানিশ্বর ইউনিয়নের ওসমান গণি বলেন, লাইয়ার খাটি এলাকার কৃষিজমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন বলেন, কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টির জন্য ফসলের ক্ষতি হয়েছে তা আমরা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এসএ)

মন্তব্য করুন