কবে মুক্তি পাবে নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২২, ১৩:৪৬
অ- অ+

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নিরব হোসেন ও অপু বিশ্বাস। দুজনের ক্যারিয়ার বেশ লম্বা হলেও প্রথমবার তারা জুঁটি বেঁধেছেন গত বছরের শেষ দিকে। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’তে একসঙ্গে দেখা যাবে তাদের। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম পোস্টার।

শুক্রবার পরিচালক বন্ধন বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলে পোস্টারটি প্রকাশ করেছেন। এবার অপেক্ষা ছবি মুক্তির। কবে শেষ হবে সেই অপেক্ষা?

এ সম্পর্কে জানতে নির্মাতা বন্ধন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসকে জানান, ‘কোরবানির ঈদের আগে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি। এছাড়া খুব শিগগির প্রকাশ পাবে ছবিতে থাকা ইমরান ও কোনালের একটি গান।’

২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’র প্রযোজনায় আছেন অনুপ কুমার বড়ুয়া। ছবির চিত্রনাট্য লিখেছেন তানভির আহমেদ। এখানে চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন নিরব ও অপু। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে একেবারে ভিন্নরূপে নিজেদের উপস্থাপন করতে যাচ্ছেন তারা।

গত বছরের নভেম্বরে চট্রগ্রামের কোদালা চা বাগানে শুরু হয় ছবিটির শুটিং। চা শ্রমিকদের জীবন কাহিনি নিয়ে নির্মিত এই ছবিতে নিরব-অপু ছাড়াও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, সুমিত, কাজী নওশাবা আহমেদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, ডন ও সোহেল রানাসহ অনেকে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববির নবনিযুক্ত উপাচার্যের যোগদান
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা