কক্সবাজারে পাঁচ রেস্টুরেন্টকে সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১২:২১
অ- অ+

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে কক্সবাজার শহরের পাঁচটি রেস্টুরেন্টকে সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫ এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও বিএসটিআই এর সমন্বয়ে একটি দল।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি, ওজনে কারচুপির অভিযোগে লিংকরোড এলাকার আঁখি স্টোর ও আপন ট্রেডিংকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রেস্টুরেন্টগুলো হচ্ছে- কলাতলী রেস্টুরেন্টকে দুই লাখ, মেরিন ফুট রেস্টুরেন্টকে দুই লাখ, আল গণি রেস্টুরেন্টকে দুই লাখ, হট চিলি রেস্টুরেন্টকে এক লাখ ও কক্স কুটুমবাড়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন এসব তথ্য জানান।

তিনি জানান, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি ও ওজনে কারচুপি করা এবং বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে। এগুলো ব্যবহার/গ্রহণের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত ও অসুস্থ হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৫ ও বিএসটিআই এর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন, বিএসটিআই আইন, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ও এবং হোটেল রেস্তোরাঁ আইন মোতাবেক সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা