শ্রীলঙ্কায় প্রথমবারের মতো গৃহযুদ্ধে নিহত তামিল বিদ্রোহীদের স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৩:১৬| আপডেট : ১৯ মে ২০২২, ১৪:২২
অ- অ+

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শেষ হওয়ার ১৩ বছর পর প্রথমবারের মতো গৃহযুদ্ধে নিহত তামিল সংখ্যালঘুদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করল দেশটির জনগণ। এ সময় সংখ্যাগরিষ্ঠ সিংহলী সম্প্রদায়ের মানুষও উপস্থিত ছিল।

আলজাজিরা জানায়, গতকাল বুধবার তামিল সংখ্যালঘুদের স্মরণে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষের অফিসের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা। এ সময় তারা নিকটস্থ সমুদ্রের তীরে ফুল এবং প্রার্থনা জানিয়ে নিহতদের স্মরণ করে।

২০০৯ সালে তামিল বিদ্রোহীদের পরাজিত করার পর সরকার প্রকাশ্যে তামিল পরিবারের সদস্যদের স্মরণে কোনো অনুষ্ঠান পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ কারণে এতদিন প্রকাশ্যে তামিল বিদ্রোহীদের স্মরণে কোনো অনুষ্ঠান পালন করতে পারেনি হতাহতদের পরিবারের সদস্যরা।

২৬ বছর ধরে চলা শ্রীলঙ্কার গৃহযুদ্ধে তামিল জনগণ, তামিল বিদ্রোহী এবং বহু সরকারি সেনা নিহত হয়।

জাতিসংঘের মতে, গৃহযুদ্ধে অন্তত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি।

জাতিংসংঘের একদল বিশেষজ্ঞ জানায়, গৃহযুদ্ধ শেষ হওয়ার আগের মাসে অন্তত ৪০ হাজার বেসামরিক তামিল জনগণ নিহত হয়। যদিও শ্রীলঙ্কার সরকার কোনো বেসামরিক তামিল নাগরিককে নিহতের দাবি অস্বীকার করেছিল।

শ্রীলঙ্কার ২২ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে ৭৫ ভাগ জনগণ হচ্ছে সিংহলি জাতি। এদের অধিকাংশ বৌদ্ধ ধর্মের অনুসারী। অন্যদিকে মোট জনসংখ্যার ১৫ শতাংশ হচ্ছে তামিল জনগণ। এদের অধিকাংশ হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী।

(ঢাকাটাইমস/১৯মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা