স্কুলছাত্রী নীলা হত্যা মামলায় চার্জশুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৪:৫৫| আপডেট : ১৯ মে ২০২২, ১৫:৪২
অ- অ+

সাভারে দশম শ্রেণির ছাত্রী নীলা রায় (১৪) হত্যা মামলার চার্জগঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামি ১৩ জুন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমত জাহান এই নতুন দিন ঠিক করেন।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যাকাণ্ডের এ মামলাটি আজ চার্জশুনানির জন্য ছিল। কিন্তু আসামি মিজানুরের পক্ষে তার আইনজীবী এ কে ব্যানার্জী সময় আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে চার্জশুনানির পরবর্তী নতুন তারিখ ধার্য করেন।

এদিকে এদিন মিজানুরের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী এ কে ব্যানার্জী। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

মামলার অপরআআসামিরা হলেন- মিজানুর রহমানের তার বন্ধু সাকিব হোসেন ও সেলিম পাহলান।

২০২০ সালে ২০ সেপ্টেম্বর রাতে সাভারে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে নিকটস্থ তার নিজ পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ছুরিকাঘাত করে পালিয়ে যান মিজানুর। পরে রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় ২১ সেপ্টেম্বর মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৮ এপ্রিল সাভার থানার পরিদর্শক (তদন্ত) নির্মল কুমার দাস মিজানুর, সাকিব ও সেলিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মিজানুরের বাবা ও মায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়।

(ঢাকাটাইমস/১৯মে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা