নড়াইল ছাত্রলীগের দুই নেতা সিলেটে গ্রেপ্তার
নড়াইল ছাত্রলীগের সাবেক দুই নেতা উচ্ছ্বাস আলম (৩০) ও ফাইনুল ইসলাম শাওনকে (৩২) সিলেট থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের বাড়ি নড়াইল শহরের ভওয়াখালী এলাকায়। নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরার দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার সিলেট থেকে তাদের গ্রেপ্তার করে নড়াইলে নিয়ে আসা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ২৬ এপ্রিল দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, নড়াইল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উচ্ছ্বাস আলম এবং ফাইনুল ইসলাম শাওন পৌর কার্যালয়ে মেয়র আঞ্জুমান আরা এবং প্যানেল মেয়র জহিরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ, চাঁদাদাবি ও দেখে নেয়ার হুমকি দেন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা বাঁধন, উচ্ছ্বাস ও শাওনের বিরুদ্ধে মেয়র বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।
নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামি বাঁধনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১৯মে/এলএ)