নড়াইল ছাত্রলীগের দুই নেতা সিলেটে গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৯:১৩
অ- অ+

নড়াইল ছাত্রলীগের সাবেক দুই নেতা উচ্ছ্বাস আলম (৩০) ও ফাইনুল ইসলাম শাওনকে (৩২) সিলেট থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের বাড়ি নড়াইল শহরের ভওয়াখালী এলাকায়। নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরার দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার সিলেট থেকে তাদের গ্রেপ্তার করে নড়াইলে নিয়ে আসা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ২৬ এপ্রিল দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, নড়াইল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উচ্ছ্বাস আলম এবং ফাইনুল ইসলাম শাওন পৌর কার্যালয়ে মেয়র আঞ্জুমান আরা এবং প্যানেল মেয়র জহিরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ, চাঁদাদাবি ও দেখে নেয়ার হুমকি দেন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা বাঁধন, উচ্ছ্বাস ও শাওনের বিরুদ্ধে মেয়র বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।

নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামি বাঁধনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৯মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের কন্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় কোনো আইন নেই: কাদের গনি চৌধুরী 
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা