বিএনপি থেকে ‘আজীবন’ বহিষ্কার কুমিল্লার সাক্কু

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় মনিরুল হক সাক্কুকে বহিষ্কার করেছে বিএনপি। একই নির্বাচনে প্রার্থী হওয়া জেলা কমিটির সভাপতি নিজাম উদ্দিন কায়সারকেও আজীবন বহিষ্কার করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
দলীয় শৃঙ্খলা বহির্ভুত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণ দেখিয়ে বৃহস্পতিবার আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্কুকে বিএনপি ও কায়সারকে স্বেচ্ছাসেবক দল থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি দলের নেতা-কর্মীদের সাক্কুর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতেও বলেছে বিএনপি।
কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু। তিনি কুমিল্লা সদর দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কুমিল্লা সিটির দুই বারের মেয়র সাক্কু এবারও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কায়সার সংগঠনটির কুমিল্লা জেলা শাখার সভাপতি ছিলেন। তিনিও সাক্কুর মতো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সাক্কুকে বহিষ্কারের সিদ্ধান্তটি জানানো হয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কায়সারকে বহিষ্কারের কথা জানানো হয়।
(ঢাকাটাইমস/১৯মে/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন সাক্কু?

বিএনপি জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

গণতন্ত্র মঞ্চের কোনো নেতার আপস করার ইতিহাস নেই: রব

নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে: ফখরুল

ওবায়দুল কাদের বিএনপিকে নিয়ে সকাল-সন্ধ্যা বাউল সংগীত গান: রিজভী

সাজুর তত্ত্বাবধানে পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

খেলা হবে, মোকাবিলা রাজপথে, বিএনপিকে কাদের

গণবিরোধী সরকার মানুষের কষ্ট বোঝে না: জিএম কাদের

আগস্ট মাসে বিএনপি উন্মাদ হয়ে যায়: নাছিম
