পুরান ঢাকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ২২:১৬
অ- অ+
প্রতীকী ছবি

রাজধানীর বংশাল থানার আলুবাজারের পুকুর পাড় এলাকায় পানিতে ডুবে মো. ইয়াসিন নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

ইয়াসিন পুরান ঢাকার বংশাল থানার লুৎফর রহমান লেনের ৫১/১ নম্বর বাড়ির বিপ্লব হোসেনের ছেলে। তার মা নেই। ইয়াসিন তার নানী রুমা বেগমের সাথে থাকতেন।

মৃত ইয়াসিনের বাবা বাবা বিপ্লব হোসেন ঢাকাটাইমসকে বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার ইয়াসিন আলু বাজার পুকুর পাড় এলাকার একটি পুকুরে কয়েকজন শিশুর সাথে গোসল করতে যায়। পানিতে নামার অনেক সময় পড়ে সে না ওঠায় তাকে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে অন্য শিশুরা। পরে তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইয়াসিনের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৯মে/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা