কাজী একরামের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দোয়া অনুষ্ঠান

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ মে ২০২২, ১৮:০৮
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফরিদপুরের ভাঙ্গার কাজী মাহবুব উল্লাহ (কে.এম.) কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহর মৃত্যুতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদে এই দোয়া অনুষ্ঠান পালিত হয়।

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর দপ্তরের পরিচালক মো. আবু হানিফ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

এছাড়া ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর রোগ মুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, কাজী একরাম উল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর ছোট ভাই। গত ১৪ মে তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া উপাচার্য ইউজিসি চেয়ারম্যানের দ্রুত রোগ মুক্তি কামনা করেন।

(ঢাকাটাইমস/২০মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
 ‘জুলাই স্মৃতিতে এক হই আমরা’: বিএনপির কর্মসূচির প্রশংসায় ফারুকী
আজ ব্যাংক হলিডে: লেনদেন ও মোবাইল ব্যাংকিং বন্ধ, ছুটি শেয়ারবাজারেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা