হবিগঞ্জে ট্রাক থেকে ৫৯১ বোতল ফেনসিডিল উদ্ধার, চালকসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২২, ২২:২৯
অ- অ+

সিলেট ওসমানীনগর সাদিপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজার উত্তর পাশে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাকে ৫৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব। ট্রা্ক নম্বর ঢাকা মেট্রো-ট- ১৮-৬৫৩৯। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে এ অভিযান চালায়।

এ সময় ট্রাকের চালক ও তার সহযোগীসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট থানার পূর্নানগর এলাকার বাসিন্দা মো. সামছুদ্দিনের ছেলে মহিবুর রহমান (৩০) এবং মৃত আ. ছালেকের ছেলে মো. গোলাম কিবরিয়া ছালেক (৫০)। এ তথ্য নিশ্চিত করে র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার আফসান আল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বিশাল চালান সিলেটের ওসমানীনগর এলাকা দিয়ে রাতের কোন এক সময় নিয়ে যাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল ওসমানীনগর শেরপুর টোলপ্লাজার উত্তরপাশে সিলেট টু ঢাকাগামী রাস্তার উপর একটি ট্রাক তল্লাশিকালে ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা অবৈধ ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন যানবাহন যোগে মাদক পরিবহনের কাজ করতেন। সংগ্রহকৃত ফেনসিডিল ব্যবহার করে এই মাদক ব্যবসায়ী চক্র সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করত। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ও জব্দকৃত আলামত ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা