ছাত্রকে বলাৎকারে গণপিটুনি দিয়ে মাদ্রাসাশিক্ষককে পুলিশে সোপর্দ

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ১৯:৩১
অ- অ+

সিলেটের গোলাপগঞ্জে ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ক্বারি মাওলানা ফয়েজ উদ্দিন (৫০) নামে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

ফয়েজ উদ্দিন গোলাপগঞ্জ পৌর এলাকার মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক।

এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন।

স্থানীয়রা জানায়, পৌর এলাকার উপজেলা পরিষদের পাশে মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে রবিবার রাতে ওই ছাত্রের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা মাদ্রাসা পরিচালক মাওলানা ফয়েজ উদ্দিনকে মাদ্রাসায় এসে গণপিটুনি দেয়। এরপর তারা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী ও পরিবার জানায়, মাদ্রাসার ওই শিক্ষক ওই শিক্ষার্থীকে মার্চ মাসে বলাৎকার করেছেন। এরপর সর্বশেষ গত শনিবার আবারো বলাৎকারের চেষ্টা করলে ওই শিক্ষার্থী ভয়ে মাদ্রাসা থেকে বাড়িতে পালিয়ে যায়। পরদিন মাদ্রাসা যেতে অপারগতা প্রকাশ করলে পরিবারের নিকট ওই শিক্ষার্থী সব খুলে বলে। এরপর রবিবার রাতে মাদ্রাসার পরিচালক ফয়েজ উদ্দিনকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনার দাম আবারও কমলো, ভরি ১৬৭৬২৩ টাকা
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪০ হাজার ৬০৮ বাংলাদেশি
প্রচণ্ড গরমে শরীর শীতল রাখে জাদুকরী যেসব পানীয়
এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা’ অধ্যাদেশ জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা