হজ ফ্লাইট শুরু হবে ৫ জুন

পবিত্র হজ গমনেচ্ছুদের ফ্লাইট ৩১ মের পরিবর্তে আগামী ৫ জুন থেকে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের অনুরোধের প্রেক্ষিতে মঙ্গলবার মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ৩১ মে থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ ফ্লাইট পরিচালনা করা হবে বলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়েছিল। তবে সৌদি কর্তৃপক্ষ শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করতে না পারায় ফ্লাইটের তারিখ পুনর্নির্ধারণের জন্য বাংলাদেশকে চিঠি পাঠায় সৌদি কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার ফ্লাইট শুরুর নতুন তারিখ নির্ধারণ হলো।
এ বছর হজে যেতে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। এর আগে ২০১৯ সালে হজযাত্রীদের জন্য নির্ধারিত বিমান ভাড়া ছিল এক লাখ ২৮ হাজার টাকা।
বাংলাদেশ থেকে এবার মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৫টি ফ্লাইট ৩১ হাজার হজযাত্রী বহন করবে। একই পরিমাণ যাত্রী বহন করবে সৌদিয়া এয়ারলাইন্সও।
গত ৯ এপ্রিল এক বিবৃতিতে সৌদি আরব জানায়, এবার ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাবেন। এবার ৬৫ বছরের বেশি ব্যক্তিরা হজের সুযোগ পাচ্ছেন না। হজ গমনেচ্ছুদের পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে। হজযাত্রীদের রওনা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।
(ঢাকাটাইমস/২৪মে/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

সেতুর চিত্র বদলেছে, বাড়ল নিরাপত্তা ও টহল

চাকরি নয়, উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ১ জুলাই থেকে টোল আদায়

পদ্মা সেতু উদ্বোধন: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল ঢাকা ওয়াসা

সাংবাদিক না হয়েও অনেকেই এ পেশার সম্মান নষ্ট করছে: তথ্যমন্ত্রী

ঘোষণার একদিন পরও বাজারে কমেনি সয়াবিন তেলের দাম

দৈনিক করোনা শনাক্ত দুই হাজার ছাড়াল, মৃত্যু ২

করোনার চতুর্থ ঢেউ ঠেকানোর উপায় জানালেন ডা. আব্দুল্লাহ

শুদ্ধাচার পুরস্কার পেলেন ড. বেনজীর, অর্থ দেবেন বন্যার্তদের
