নরসিংদীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  প্রকাশিত : ০৪ জুন ২০২২, ১৬:৪১| আপডেট : ০৪ জুন ২০২২, ১৭:৩২
অ- অ+

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর রায়পুরার উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের রেল ক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পিকআপভ্যানের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। নিহতরা হলেন, নেত্রকোনা জেলার আনিছ মিয়া (২০), শাহিন মিয়া (২৫), সুজাত হোসেন (২৩) এবং আহতরা হলো; ড্রাইভার ইকবাল হোসেন (২৪), মো: শাহজাহান মিয়া (২০) ও আ. জলিল (২০)।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল ফোনের সিম কোম্পানীর টাওয়ারে কাজ শেষে পিকাপে করে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হওয়ার সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি। এসময় পিকআপভ্যানে থাকা ৬ জনের মধ্যে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং হাসপাতালে আনার পর আরো একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক ।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে আনার পরে আরো একজন মারা যায়। এ ঘটনায় পিকআপভ্যানের আরো ৩ জন গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৪জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা