যিনি জয়ী হবেন তাকেই সবার আগে ফুলের মালা দেব: রিফাত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত নির্বাচনের পরিবেশ চমৎকার বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ফলাফল যাই হোক আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাকে আমি সবার আগে ফুলের মালা দেব।’
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।
ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিফাত এসব কথা বলেন।
আরফানুল হক রিফাত বলেন, ‘নির্বাচনের পরিবেশ চমৎকার। পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন। সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।’
রিফাত বলেন, ‘কেন্দ্রে বুথ কমিয়ে দিলেও আমার মাথা ব্যথা নেই। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে।’
বুধবার সকাল ৮টা থেকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
(ঢাকাটাইমস/১৫জুন/কেআর/এফএ)

মন্তব্য করুন