নোয়াখালীতে ১০ জুয়াড়ি আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২২, ১৭:১৪
অ- অ+

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে নাটেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, নাটেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইয়াছিন (৩০), জয়নাল (৪০), দেলোয়ার হোসেন (৩২), ইউসুফ আলী স্বপন (৩৫), সাখায়েত উল্যাহ শিমল (৪০), বেগমগঞ্জের ইয়াছিন (৩২), একরাম হোসেন বাবু (২৮), আবুল হোসেন বাবু (৩২), আবদুর রব রাজু (৩০) ও আমির হোসেন (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী থানা পুলিশ। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাটেশ্বর ইউনিয়নের একটি ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
 ‘জুলাই স্মৃতিতে এক হই আমরা’: বিএনপির কর্মসূচির প্রশংসায় ফারুকী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা