প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, থানায় মামলা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ২২:২৭
অ- অ+

গাইবান্ধার ফুলছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় আসাদুল ইসলাম আশিক ও গাজিউর রহমান নামে দুই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মামলার বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।

এর আগে বৃহস্পতিবার রাতে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম থানায় এই মামলা করেন। আসামি আসাদুল ইসলাম ওই উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি এলাকার সোহরাব হোসেনের ছেলে ও আসামি গাজিউর রহমান একই এলাকার বেলাল মির্জার ছেলে।

মামলার এজাহারে বলা হয়, আসাদুল ইসলামের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম "মা আমার পৃথিবী" নামক ফেসবুক আইডি থেকে একটি পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসাদুল ইসলাম আশিক ও গাজিউর রহমান নামে দুই যুবক কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ঢাকাটাইমসকে জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করে ফেসবুকে প্রচার করার অভিযোগ মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের সব ধরনের অভিযান অব্যহত রয়েছে।

(ঢাকাটাইমস/০১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
 ‘জুলাই স্মৃতিতে এক হই আমরা’: বিএনপির কর্মসূচির প্রশংসায় ফারুকী
আজ ব্যাংক হলিডে: লেনদেন ও মোবাইল ব্যাংকিং বন্ধ, ছুটি শেয়ারবাজারেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা