যে কারণে ঢাকা-আশুলিয়া মহাসড়ক ব্যবহার না করার অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ১৩:৪৮
অ- অ+
ফাইল ছবি

রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় রাত থেকে হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীবাসী। সেই সঙ্গে ভ্যাপসা গরম মাত্রা বাড়িয়েছে ভোগান্তির।

বুধবার সকালের বৃষ্টি ও ঘুরমুখো মানুষের ঈদযাত্রার প্রভাব পড়েছে সড়কে। যানজট এড়াতে আপাতত সড়কটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া মহাসড়কে শতশত গাড়ি আটকে রয়েছে। সড়কটি সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। এই যানজটের প্রভাব পড়ছে সাভার ও ঢাকা মহানগরেও। ইতোমধ্যে রাজধানীতেও যানজট সৃষ্টি হয়েছে। এই যানজট নিরসনে আপাতত ঢাকা-আশুলিয়া সড়ক ব্যবহার না করতে ডিএমপি অনুরোধ জানিয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া রুটে গাড়ির ধীরগতি ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই এই সড়কটি আপাতত ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। এতে যানজট এড়ানো সম্ভব হবে এবং ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

(ঢাকাটাইমস/০৬জুলাই/এমআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা