বিএনপি ভাঁওতাবাজির রাজনীতি করে না: টুকু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ২১:৪১
অ- অ+

বিএনপি ভাঁওতাবাজির রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জনগণের পাশে থাকার জন্য আমরা আছি। আমাদের স্ট্যান্ডিং কমিটির সবাই আছে। বিএনপি ভাঁওতাবাজি রাজনীতি করে না। আওয়ামী লীগের মতো ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করে না বিএনপি।

বুধবার সুনামগঞ্জের ছাতকে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এদিন উপজেলার সুরমা ব্রিজ সংলগ্ন নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইউনিয়নের ৬০০ বন্যা দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বলে আমরা জনগণের সঙ্গে নাই, আমরা তো জনগণের ভোটাধিকার আদায়ের জন্যই যুদ্ধ করছি। তারা জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিক, দেখি কারা জনগণের পাশে আছে।আমরা আন্দোলনেই আছি, ত্রাণ বিতরণটাও একটা আন্দোলন।’

সুনামগঞ্জের ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,বিএনপির উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এনি, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন,বেগম শ্যামা ওবায়েদ, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী,সাবেক এমপি শাম্মী আক্তার। বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ তিতুমীর প্রমুখ।

বিকেলে মহিলা দলের পক্ষ থেকে পৌরসভার বন্যা দুর্গত ৬০০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আফরোজা আব্বাস। বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/৬জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
 ‘জুলাই স্মৃতিতে এক হই আমরা’: বিএনপির কর্মসূচির প্রশংসায় ফারুকী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা