ইউরোর সেরা ফুটবলার বেথ মিড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২২, ১৯:২৪
অ- অ+

মেয়েদের ইউরো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জার্মানিকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে দীর্ঘ ৫৬ বছরের আক্ষেপ ঘুঁচিয়েছে ইংল্যান্ড। শিরোপা জয়ের ক্ষেত্রে পুরো টুর্নামেন্টে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইংলিশ ফরোয়ার্ড বেথ মিড। সেটার পুরস্কারই পেয়েছেন তিনি। সর্বোচ্চ গোলদাতার সঙ্গে সেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন মিড।

অবশ্য একাই ছয়টি গোল করেননি বেথ মিড। তার সঙ্গে জার্মান অধিনায়ক আলেক্সান্দ্রা পপও পুরো টুর্নামেন্টে ৬ গোল করতে সক্ষম হয়েছেন। কিন্তু সেরা ফুটবলারের দৌঁড়ে জার্মান তারকাকে পেছনে ফেলেছেন ইংলিশ ফরোয়ার্ড।

ইংল্যান্ড নারী দলকে চ্যাম্পিয়ন হতে পুরো টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচ জিততে হয়েছে। ছয়ের ম্যাচের মধ্যে চারটিতেই গোলের দেখা পেয়েছেন মিড। গত ১১ জুলাই নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছিলেন।

এদিকে বিবেচনা করলে অবশ্য তার চেয়ে এগিয়ে ছিলেন জার্মান অধিনায়ক। শুধু ফাইনাল ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই গোল করতে সক্ষম হয়েছেন ৩১ বছর বয়সী অভিজ্ঞ পপ।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা