অধ্যক্ষের মেয়ের বিয়ে: বরযাত্রীদের জায়গা হলো ক্যাম্পাসে, যা বললেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২২, ২১:০৮| আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬:৫৫
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র রায়ের মেয়ে সেতু রয়ের বিয়ের বৌভাত অনুষ্ঠান ছিল ৩ আগস্ট। এ দিন বরপক্ষ থেকে আসা অর্ধশতাধিক লোকের থাকার জন্য ক্যাম্পাসে জায়গা করে দেন অধ্যক্ষ। বাইরে থেকে আনা হয় ফ্যান, ব্যবহার করা হয় কলেজের বিদ্যুৎ। এমনকি কলেজ ক্যাম্পাস থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত পিন্সিপালের বাসা পর্যন্ত রাস্তাজুড়ে লাইটিং করা হয়। অধ্যক্ষের এমন কাণ্ডে সবাই হতবাক।

বিষয়টি জানতে দুদিন ধরেই চেষ্টা করলেও কল রিসিভ করেননি কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র রায়। পরে যোগাযোগ করা হয় তার সহকারী রাজু আহমেদের সাথে।

রাজু বলেন, বিষয়টি নিয়ে আমি তেমন বেশি জানি না। ওই দিন আমার বাড়িতে ফ্যামিলি প্রোগ্রাম থাকার কারণে আমি দাওয়াত খেয়ে সেখান থেকে চলে আসি।

কলেজ থেকে বিদ্যুৎসংযোগ নিয়ে লাইটিং ও ফ্যান চালানো হয়েছে শুনলে রাজু বলেন, হ্যাঁ বিষয়টি আমি শুনেছি। পরে আমি কলেজের অন্য কলিগকে জানতে পারি, কলেজের রুমে যারা বরযাত্রী ছিল তাদের থাকার ব্যবস্থা করা হয়। এছাড়া সেখানে জেনারেটর লাইন সংযোগ লাগানো হয়েছিল বলে জেনেছি।

তিনি আরও জানান, মূল অনুষ্ঠানের আয়োজন অধ্যক্ষ স্যারের বাড়িতেই করা হয়েছিল। শুধু থাকার জন্য আয়োজন করা অধ্যক্ষের রুমে।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা ঢাকাটাইমসকে বলেন, আমি ওই দিন বিষয়টি জানতাম না। পরে আমি জানতে পেরে বিষয়টি নিয়ে তাকে বলেছি। এ কলেজের সভাপতি এমপি স্যারকে বিষয়টি জানাব।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা