ট্রেনের ছাদে ওঠা ও টিকিট কালোবাজারি বন্ধে মনিটরিং সেল

ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধ এবং টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে রেলপথ মন্ত্রণালয় একটি মনিটরিং সেল গঠন করেছে। হাইকোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রবিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এই প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটির ওপর শুনানি শেষে বুধবার (১০ আগস্ট) আদেশ দেবেন হাইকোর্ট।
প্রতিবেদনে রেলপথ মন্ত্রণালয় বলেছে, স্টেশনে যেন টিকিটবিহীন যাত্রী ঢুকতে না পারে সে জন্য ৫০টি স্টেশনে বিশেষ চেকিং করা হচ্ছে। এছাড়া অনলাইন টিকিট পেতে যেন ভোগান্তি না হয় সেজন্য সফটওয়্যার সংশোধন করা হচ্ছে।
এর আগে গত ২১ জুলাই ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্ট বলেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ ও টিকিট কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপের বিষয়েও আদালতকে জানাতে বলা হয়।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ
সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও উকিল আব্দুস সাত্তার মারা গেছেন

উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি

দেশের ভাবমূর্তি জোরদারে দূতাবাসের কর্মকর্তাদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘মুসলিমরা আজ রাসূলের ঐক্যবদ্ধতার শিক্ষা থেকে দূরে’

স্মারক ডাকটিকিট হচ্ছে সভ্যতার বাহন: মোস্তাফা জব্বার

সাগরে লঘুচাপ: দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, চার বন্দরে সতর্কবার্তা জারি

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রূপপুর যাচ্ছে ইউরেনিয়ামের প্রথম চালান

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত
