ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স তিনটি প্রপার্টিস বিক্রি করবে

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ প্রপাটিস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তিনটি প্রপার্টিস বিক্রি করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি রাজশাহীর চাঁদপুর বোয়লিয়ায় ২২.৫০ ডেসিমেল জয়গা বিক্রি করবে। এটি ১৯ তলা বিশিষ্ট ৩টি বেসমেন্টসহ একটি নির্মাণাধীন ভবন। এই জায়গার মূল্য ১০৬ কোটি টাকা।
কোম্পানিটি বগুড়ার সদরে ২৪.৮৭ ডেসিমেল জমি বেচবে। এই জমির মূল্য ১৫ কোটি ৫ লাখ টাকা।
এছাড়া কোম্পানিটি মুন্সিগঞ্জে ৩০ ডেসিমেল জমি বেচবে। এই জমির মূল্য ২ কোটি ২৮ লাখ টাকা।
কোম্পানিটি জমি বিক্রির সিদ্ধান্ত ইতোমধ্যে আইডিআরএ থেকে অনুমোদন নিয়েছে।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এসকেএস)

মন্তব্য করুন