হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৮

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ০৮:৪৭| আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৯:২৫
অ- অ+

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১১ জেলের মধ্যে তিনজনকে খুলনার সুন্দরবন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ৮ জন। তাদের পরিবারে চলছে শোকের মাতম।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ডুবে যাওয়া ট্রলারের মালিক লুৎফুল্লাহিল মজিব নিশান সুন্দরবন এলাকা থেকে জেলে সোহেল, আফসার ও জাফরকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় উদ্ধার হওয়া জেলে জাফর ও আফসারের সঙ্গে মোবাইলে কথা হয়েছে।

তিনি আরো জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে যাওয়ার সময় প্রথমে উদ্ধারকৃত চার জেলের মতো সোহেল, আফসার ও জাফরও পার্শ্ববর্তী দুটি মাছ ধরার ট্রলারে উঠে যায়। বুধবার দুপুরে সুন্দরবনের মামুন মাঝির ট্রলারে একজন ও কালাম মাঝির ট্রলারে দুজন ঘাটে পৌঁছায়। বর্তমানে তারা ওই ট্রলার মালিকের হেফাজতে রয়েছেন। আগামী শুক্রবার তারা হাতিয়া এসে পৌঁছবেন বলেও জানান তিনি। তবে এখনো ট্রলারে থাকা শরিফ, শরিফ, সোহেল, আলতাফ, লিটন, খায়ের, হেলাল ও ফরহাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

গত মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরের মইডুবি এলাকার সাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ‘এফবি নিশান’ নামের এ ট্রলারটি ।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করল মাইক্রোসফট
২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো সেই বিমান 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা