বগুড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যায় স্বামীর ফাঁসি

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ১৯:৪৮
অ- অ+

বগুড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় সোবহান আলী (৪৫) নামে এক স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন। এ সময় সোবহান আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব।

দণ্ডপ্রাপ্ত সোবহান আলী সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।

২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলাকেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান। পরে নিহত রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় হত্যা মামলা করেন। মামলার পর সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগারে ছিলেন।

অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব জানান, হত্যার ১০ বছর পর এই মামলার রায় হলো। আসামি সোবহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা