গুচ্ছের বি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

দেশের ২২টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী ১৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৪টি কেন্দ্রে ৪৯৯৮ শিক্ষার্থী 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কেন্দ্রগুলো হলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।
'বি' ইউনিট ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, 'আমাদের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। যেখানে যেভাবে কাজ করা যায় আমরা কাজ করে যাচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলেও জানান তিনি।'
গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবার মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এসএম)

মন্তব্য করুন