কেন্দ্রীয় ব্যাংকের ইতিবাচক সিদ্ধান্তে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ০৭:৫৪| আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৭:৫৬
অ- অ+

ব্যাংকের পর এবার নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানেরও (এনবিএফআই) পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ বেড়েছে। এখন থেকে পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বসীমা নির্ধারণে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্য বিবেচনা করা হবে।

রবিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজারে শেয়ার ধারণের ঊর্ধ্বসীমা নির্ধারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্য বিবেচনা করতে হবে।

এতে আরও বলা হয়, সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮(২) ধারায় এ নির্দেশনা জারি করা হলো।

এর আগে গত ৪ আগস্ট তফসিলি ব্যাংকগুলোর এক্সপোজার গণনায় সিকিউরিটিজের বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্যকে বিবেচনায় নেওয়ার নির্দেশনা জারি হয়।

সিকিউরিটিজের ক্রয়মূল্যের পরিবর্তে বাজার মূল্যে এক্সপোজার গণনা করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সব সময় চাপে থাকতে হয়। শেয়ারের দাম বেড়ে গেলে নতুন বিনিয়োগ না করা সত্ত্বেও অনেক সময় এক্সপোজার নির্ধারিত সীমা ছাড়িয়ে যায়। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শেয়ার বিক্রি করে এক্সপোজার কমাতে হয়। তাতে প্রতিষ্ঠানের পক্ষে ভালো মুনাফা করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে শেয়ার বিক্রির চাপের কারণে বাজারের স্থিতিশীলতা ব্যাহত হয়।

(ঢাকাটাইমস/১৫ আগস্ট/বিএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা