ভারতীয় শিল্পীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ কস্টিউম স্টাইলিস্টের

বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক রাহুল জৈনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছেন তারই কস্টিউম স্টাইলিস্ট। অভিযোগকারীর দাবি, মুম্বাইয়ে গায়কের ফাঁকা ফ্ল্যাটে তাকে ধর্ষণ করার চেষ্টা করেন রাহুল।
এরইমধ্যে ওশিয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েছেন ওই কস্টিউম স্টাইলিস্ট। সেই অভিযোগের ভিত্তিতে রাহুল জৈনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ওশিয়ারা থানা পুলিশ। যদিও ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন রাহুল। তার দাবি, ‘এই অভিযোগ ভিত্তিহীন।’
এদিকে লিখিত অভিযোগে ওই কস্টিউম স্টাইলিস্ট উল্লেখ করেছেন, ‘ইনস্টাগ্রামে আমার কাজের প্রশংসা করেন রাহুল জৈন। সেই সূত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয়। এরপর আন্ধেরিতে তার বাড়িতে দেখা করতে বলেন রাহুল। গায়ক বলেছিলেন, তিনি আমাকে তার স্টাইলিস্ট হিসাবে নিযুক্ত করতে চান।’
‘সেই ব্যাপারে কথা বলতেই তিনি বাড়িতে ডাকেন। এর পরই কথার মাঝে ফ্ল্যাট ঘুরে দেখানোর নাম করে আমাকে বেডরুমে নিয়ে যায় ও আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি বাধা দেওয়ায় আমাকে নানাভাবে অপমান করতে শুরু করে। খুব শিগগিরই সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করে রাহুল।’
অভিযোগকারী একজন ফিল্যান্সার, তিনি কস্টিউম স্টাইলিস্ট হিসাবেই কাজ করেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গত ১১ আগস্ট রাহুল জৈনের আন্ধেরির ফ্ল্যাটে গিয়েছিলেন ওই নারী। তার দাবি, রাহুল তাকে ধর্ষণ করার চেষ্টা করে। সেই চেষ্টায় সফল না হয়ে তাকে অপমান করতে শুরু করে এবং হুমকিও দেয় এবং সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করতে থাকে।
পিটিআই-এর খবর অনুযায়ী রাহুলের দাবি, ‘আমি এই মহিলাকে চিনিও না। আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা ভুয়া ও ভিত্তিহীন। এর আগেও এক মহিলা আমার বিরুদ্ধে একই অভিযোগ করেছিল। সে সময়ও আমি ন্যায় বিচার পেয়েছিলাম। আমার মনে হয়, এই মহিলা ওই মহিলার সঙ্গে যুক্ত।’
এরই মাঝে ভারতীয় দন্ডবিধি অনুযায়ী ৩৭৬, ৩২৩, ৫০৬ ধারায় রাহুল জৈনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ধর্ষণ, আঘাত ও অপরাধমূলক ষড়ষন্ত্রের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এর আগেও রাহুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল।
(ঢাকা টাইমস/১৭ আগস্ট/এএইচ)

মন্তব্য করুন