পাবনায় আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪১

পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদার রহমান মালিথা হত্যার ঘটনায় হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলাউদ্দিন মালিথাকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

রবিবার দুপুরে নিহত সাইদারের ভাই আফজাল মালিথা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলাটি করেন।

মামলায় আলাউদ্দিন মালিথার সহোদর ভাই রঞ্জু মালিথা, দুলাল মালিথা, আশরাফ মালিথাসহ ২০ জনকে আসামি করা হয়েছে।

তবে, হত্যার তিন দিন পেরুলেও পুলিশ এখনও হত্যায় অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি।

নিহতের স্ত্রী দিলরুবা জাহান হত্যার ঘটনায় আলাউদ্দিন মালিথাকে দায়ী করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল জানান, ময়নাতদন্ত শেষে শনিবার স্বজনদের কাছে লাশ হস্তান্তরের পর দাফন সম্পন্ন হয়েছে। নিহতের স্বজনরা রবিবার দুপুরে লিখিত এজাহার জমা দিয়েছেন। তা মামলা হিসেবে সদর থানায় নথিভুক্ত হয়েছে।

ওসি আরো জানান, অভিযোগ ছাড়াও সম্ভাব্য সব ক্লু খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত আসামিরা ঘটনার পর থেকেই পলাতক। গ্রেপ্তারে অভিযান চলছে।

পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘটনার কারণ যাই হোক, এটা পরিকল্পিত হত্যা। দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, সাইদার রহমান আওয়ামী লীগের ত্যাগী নেতা। এমন হত্যাকান্ড কোনভাবেই মেনে নেয়া যায় না। আমি পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) জুমার নামাজের কয়েক মিনিট আগে সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া নজুর মোড়ের চায়ের দোকানে সায়েদুর রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে বসে থাকাকালে দুর্বৃত্তরা তাদের ঘিরে এলোপাথাড়ি গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সালথায় প্রখর রোদ থেকে মুক্তি পেতে বিশেষ নামাজ আদায়

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলির চাপায় বাবা-ছেলে নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :