প্রশাসনে আটজন যুগ্ম সচিবকে প্রেষণে নিয়োগ

প্রশাসনে আটজন যুগ্ম সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৫৬টি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনা শীর্ষক প্রকল্পের পরিচালক মো. রিজওয়ানুল হুদাকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। আর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিচালক (যুগ্মসচিব) মইন উদ্দিন আহমদকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক, পাট অধিদপ্তরের পরিচালক এনায়েত উল্লাহ খান ইউসুফ জীকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জিয়াউল হককে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মো. মনিরুজ্জামানকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব হাফছা বেগমকে বাংলাদেশ মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারশোর সদস্য, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক ড. মো. তৈয়েবুর রহমানকে সাপোর্ট টু দি ইমপ্লিমেন্টশন অব দি বাংলাদেশ ডেল্টা প্লান (এসআইডিডিপি) শীর্ষক প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালনের জন্য যুগ্ম প্রধান হিসেবে পরিকল্পনা কমিশনে সংযুক্ত এবং অভ্যন্তরীণ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মো. আব্দুল গফুরকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এএ/কেএম)

মন্তব্য করুন